শাকিব-বুবলীর ছবিতে তোলপাড়, মুখ খুলে বোমা ফাটালেন অপু বিশ্বাস

ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রে শাকিব-বুবলী-অপু ত্রয়ী। বর্তমানে যুক্তরাষ্ট্রে একান্তে সময় কাটাচ্ছেন শাকিব খান ও বুবলী, তাদের হাসিমুখের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঠিক তখনই ঢাকায় মুখ খুলে রীতিমতো বোমা ফাটালেন শাকিবের প্রথম স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শাকিব-বুবলীকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার প্রতিটি শব্দ ছিল তীরের ফলার মতো। রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু। যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর মাখামাখি নিয়ে প্রশ্ন আসতেই এক ঝটকায় তিনি বলেন, “মানুষ মানুষকে চিনতে পারে না, এটা খুব অস্বাভাবিক কিছু নয়।”
অপুর এই তীক্ষ্ণ মন্তব্য স্বাভাবিকভাবেই শাকিবের দিকেই ইঙ্গিত করে বলে মনে করছেন সবাই। তবে এখানেই থেমে থাকেননি তিনি। এরপর সবাইকে ১৫ জুনের একটি ফেসবুক স্ট্যাটাসের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “যদি কেউ সেটা না পড়ে থাকেন, তবে আজই পড়ে নিতে বলবো। সেখানেই সব প্রশ্নের উত্তর রয়েছে।”
অপুর এই রহস্যময়ী জবাব যেন আগুনে ঘি ঢেলেছে। কী ছিল সেই স্ট্যাটাসে, যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে? স্পষ্টতই, শাকিব-বুবলীর বর্তমান সম্পর্কে তিনি যে শুধু অবগত নন, বরং নিজের অবস্থান অনেক আগেই পরিষ্কার করে রেখেছেন, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই ঢালিউড কুইন।
একদিকে যখন বুবলীর সঙ্গে শাকিবের নতুন রসায়ন নিয়ে ভক্তরা বিভক্ত, তখন অপুর এই পাল্টা জবাব বুঝিয়ে দিলো, এই লড়াই এখনই শেষ হচ্ছে না। ব্যক্তিগত সম্পর্কের বাইরে পেশাদারিত্বের কথা বললেও তার ভেতরের অভিমান আর ক্ষোভ যে বেরিয়ে এসেছে, তা তার কথাতেই স্পষ্ট।
What's Your Reaction?






