তাঁতশিল্পীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম

আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Nov 2, 2025 - 20:45
 0  8
তাঁতশিল্পীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম

‘বিভেদ নয়, ঐক্য চাই—সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে,’—এ কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট রাজনীতিক ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম।

শনিবার (১ নভেম্বর) বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁতশিল্পীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, “তাঁত শুধু একটি পেশা নয়, এটি একটি ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্পকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। বিদেশের বাজারে বাংলাদেশের তাঁতপণ্য পৌঁছে দিতে হলে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পের প্রসার ঘটাতে হবে। আমি সব সময় তাঁতশিল্পীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। মহল্লা মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের তাঁতশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

সভায় স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা, তাঁতশিল্পী আলী আহম্মেদ আখের, আব্দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। তাঁতশিল্পীরা এ সময় তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, “আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালকে আমি নিরাপদ, শান্তি ও উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সভা শেষে তিনি বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow