মহম্মদপুরে নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন: ৯ পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Dec 19, 2025 - 17:19
 0  2
মহম্মদপুরে নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন: ৯ পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা

মাগুরার মহম্মদপুরে প্রথমবারের মতো বহুল প্রত্যাশিত নহাটা বাজার বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নয়টি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনটি ঘিরে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ নির্বাচনে মোট ৭০৩ জন ব্যবসায়ী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সভাপতি পদে মোঃ জাকির হোসেন (ঘোড়া), মোঃ বাহারুল ইসলাম (কাপ-পিরিচ) ও মনির হোসেন (দোয়াত-কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (চশমা), মোসলেম উদ্দিন খান (টেলিফোন) ও রমজান উল্লাহ বুলবুল (টিউবওয়েল)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ আলমগীর হোসেন (ছাতা), মোঃ মোস্তাফিজুর রহমান মহেব্বুল্লাহ (দেয়াল ঘড়ি) ও সোহেল আরমান (চেয়ার)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান (ঘুড়ি) ও মোঃ জাহাঙ্গীর আলম (মোমবাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জামাল উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ও রেজওয়ান (সেলাই মেশিন)। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রিফাত উল্লাহ (ঈগল) ও শাহাবুদ্দিন ইসলাম (আম)। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আলমগীর মোল্লা (গরুর গাড়ি) ও মাহতাব উদ্দিন রুবেল (মোরগ)।

এ ছাড়া সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ নুর ইসলাম (বাইসাইকেল) ও মোঃ রিয়াজুল ইসলাম (তালা) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আল মামুন (মই), পলাশ বিশ্বাস (কলস) ও মোঃ মিরাজ হোসেন (মাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় বাজারে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিরাপদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রব জানান, অনিবার্য কারণে ২০ ডিসেম্বর (শনিবার) নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর (রবিবার) নির্ধারিত সময়েই নহাটা বাজার বণিক সমিতির নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow