খোকসায় অবৈধভাবে মজুদকৃত ৩৬১ বস্তা সার জব্দ
কুষ্টিয়ার খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৬১ বস্তা টিএসপি ও এমওপি সার বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান উপজেলা সদরের খোকসা জানিপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, বাজারের ‘পলাশ বীজ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক গণেশ রায় বিএডিসি ও বিসিআইসি-র তালিকাভুক্ত ডিলার। অভিযানে তার গুদামে সরকারি বরাদ্দের অতিরিক্ত ২২২ বস্তা এমওপি ও ১৩৯ বস্তা টিএসপি সারের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে এই বিপুল পরিমাণ সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন এবং অতিরিক্ত সার বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
স্থানীয় কৃষক ও ভুক্তভোগীদের অভিযোগ, ডিলাররা দিনের বেলায় কৃষকদের জনপ্রতি মাত্র ১০ কেজি করে সার সরবরাহ করলেও রাতের আঁধারে চড়া দামে শত শত বস্তা সার কালোবাজারে বিক্রি করছেন। হেলাল নামের এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা লাইনে দাঁড়িয়েও সার পাই না, অথচ ডিলাররা বেশি দামে বাইরে সার বিক্রি করে দিচ্ছে।"
উল্লেখ্য, উপজেলায় সার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর কলাপুরে এক মজুদদারের গুদাম থেকে ১,৩৫০ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় গত ২৯ ডিসেম্বর ‘মোল্লা ট্রেডার্স’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবুও থামছে না অসাধু ডিলার ও মজুদদারদের কারসাজি।
অভিযানের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, "ডিলার গণেশ রায়ের চলতি মাসের বরাদ্দের চেয়ে ৩৬১ বস্তা সার বেশি পাওয়া গেছে, যা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ব্যবসায়ী এই উদ্বৃত্ত সার কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। জব্দকৃত সার কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।"
সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, জব্দকৃত সার কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। বিধি মোতাবেক কৃষি অফিস এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার জন্য বিসিআইসি ও বিএডিসির মোট ২৩ জন ডিলার রয়েছেন, যাদের মাধ্যমে প্রতিমাসে সরকারিভাবে সার বরাদ্দ দেওয়া হয়।
What's Your Reaction?
খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ