বরগুনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
বরগুনা সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের ২৭ জন সদস্য ও ভোটারের উপস্থিতিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি এম হারুন অর রশিদ রিংকু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহনা টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এর প্রতিনিধি গোলাম হায়দার স্বপন।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুশফিক আরিফ, লাখোকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম এবং দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ইফতেখার শাহীন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি খান নাঈম, অর্থ সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ খান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল রুহান।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন নতুন সময়ের জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন রাসেল হোসাইন এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি মো. সানাউল্লাহ।
নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াসহ মোট ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, “বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা আমাদের উন্মুক্ত ভোটে নির্বাচিত করেছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সদস্যদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের উন্নয়নে সবার মতামতের ভিত্তিতে কাজ করব।”
নব-নির্বাচিত সভাপতি এম হারুন অর রশিদ রিংকু বলেন, “বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্যরা আমাকে সভাপতি নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছেন, আমি সেই আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সংগঠন ও সদস্যদের স্বার্থে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। বরগুনা সাংবাদিক ইউনিয়ন হবে জনসাধারণের আস্থার কেন্দ্রবিন্দু।”
What's Your Reaction?
আলমগীর হোসেন শুভ, জেলা প্রতিনিধি, বরগুনাঃ