সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, অধ্যাদেশ জারির দাবি
রাজধানীর মিরপুর রোডস্থ সাইন্সল্যাব মোড়ে বুধবার দুপুরে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে পথ অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ইউনিভার্সিটির স্বীকৃতি ও কাঠামোগত বিষয় নিয়ে আন্দোলন চালাচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের স্থগিতাদেশের কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে।
এক শিক্ষার্থী বলেন, “প্রায় দেড় বছর ধরে আমরা অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছি। প্রশাসনের দীর্ঘ স্থগিতাদেশের কারণে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না, আমাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে।”
এ সময় Dhaka College‑র শিক্ষকরা প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের হাইব্রিড মডেল বাতিলের দাবিতে মানববন্ধনও করেন। তারা জানান, সাত কলেজভিত্তিক বিদ্যমান কাঠামো বজায় রাখতে হবে এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষা কার্যক্রমসহ সব বিভাগ আগের মতোই চালু রাখতে হবে।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং আন্দোলন অব্যাহত রাখবেন।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ