সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা সব গেইট বন্ধ

দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে ঘটলো নজিরবিহীন ঘটনা। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী। এই ঘটনায় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে-বাইরে বিরাজ করছে তীব্র উত্তেজনা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা এক নম্বর গেট দিয়ে স্রোতের মতো সচিবালয়ে প্রবেশ করেন। এসময় তারা ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।
এর আগে, দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের সামনে আসেন। তারা প্রবেশের প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিলে কর্তৃপক্ষ সবগুলো গেট বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
What's Your Reaction?






