রাখাইন জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ নজর রাখার অঙ্গীকার আসমা আজিজের

আলমগীর শুভ, বরগুনা প্রতিনিধিঃ
Sep 1, 2025 - 03:21
 0  1
রাখাইন জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ নজর রাখার অঙ্গীকার আসমা আজিজের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে উল্লেখ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আসমা আজিজ জনসংযোগ শুরু করেছেন। তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ–স্বনির্ভর বিষয়ক সম্পাদক।

রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন আসমা আজিজ। এসময় তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আসমা আজিজ বলেন, “বিগত স্বৈরাচার সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের সংকট ও বেকারত্ব মানুষের জীবনকে দুর্বিষহ করেছে। মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ জেগে উঠেছে। আমি যদি মনোনয়ন পাই, তালতলী উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরিত করব। নারী শিক্ষা ও এখানকার অবহেলিত রাখাইন জনগোষ্ঠীর প্রসারেও আমার বিশেষ নজর থাকবে।”

তার এই গণসংযোগ কর্মসূচিতে তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক মেম্বার, সাবেক সভাপতি আক্কাস আলী মৃধা, উপজেলা যুবদলের সভাপতি রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) সানাউল্লাহ সানি, সাবেক সহ–সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আল আমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আসমা আজিজ একজন যোগ্য প্রার্থী। তিনি মনোনয়ন পেলে বরগুনা-১ আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow