নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Sep 1, 2025 - 03:17
 0  1
নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন মামনি আক্তার (২৫)।

অভিযুক্ত প্রেমিক হাসিবুল শেখ (২১) একই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে। মামনি আক্তার নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বক্কার মাতুব্বরের মেয়ে।

মামনি আক্তার অভিযোগ করে বলেন, “ফেসবুকের মাধ্যমে হাসিবুলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। হাসিবুলের নির্দেশেই আমি আমার আগের স্বামীকে তালাক দিয়েছি। কিন্তু এখন বিয়ের কথা বললে সে টালবাহানা করছে। বাধ্য হয়ে আমি তার বাড়িতে অনশনে বসেছি।”

তিনি আরও বলেন, “হাসিবুলের জন্য আমি সংসার ভেঙেছি। এখন যদি সে আমাকে বিয়ে না করে, তবে আমার মরণের পথ ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

এ বিষয়ে হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ বলেন, “আমার ছেলে বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে কি না, আমি জানি না।”

অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিরুল ইসলাম বলেন, “যেহেতু ছেলে-মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক, তাই পারিবারিকভাবে সমাধান করাই উত্তম হবে। তবে আইনগত সহায়তা চাইলে পুলিশ ব্যবস্থা নেবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow