‘আমার চোখে জুলাই বিপ্লব’—লালমনিরহাটে জেলা পরিষদের চমকপ্রদ আয়োজন

মাসফিকুল হাসান
Aug 7, 2025 - 15:31
 0  2
‘আমার চোখে জুলাই বিপ্লব’—লালমনিরহাটে জেলা পরিষদের চমকপ্রদ আয়োজন

"আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে সারা বাংলাদেশে জেলা পরিষদের উদ্যোগে যে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়েছে, তার মধ্যে লালমনিরহাট জেলা অন্যতম। এই জেলার আয়োজনটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা। তারা আইডিয়া সাবমিট করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবং এরই ধারাবাহিকতায় পুরো আয়োজনের দায়িত্ব পান।

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা—আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর—এ একযোগে আয়োজন করা হয় রচনা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিটি উপজেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।

শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে আয়োজকেরা নির্মাণ করেন একটি ডকুমেন্টারি। যেখানে শহীদদের পরিবার, জীবনকথা ও আত্মত্যাগের বর্ণনা বিশদভাবে তুলে ধরা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজকরা সরাসরি কবরস্থানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

১ ও ২ আগস্ট দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, যার ফাইনাল অনুষ্ঠিত হয় ৫ আগস্ট কালেক্টরেট মাঠে। সেখানে অংশগ্রহণ করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, লালমনিরহাট এবং সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় নাটক ও মনোজ্ঞ কনসার্ট, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন আয়োজকদের পাশাপাশি লালমনিরহাট জেলার সাধারণ মানুষ।

আয়োজক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন—
মোঃ খোকন ইসলাম (পরিসংখ্যান বিভাগ) শাহিনুর আলম (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ) সায়মাতুজ্জাহান মুন (পরিসংখ্যান বিভাগ)

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও অনেক স্বেচ্ছাসেবক এই আয়োজনে সরাসরি যুক্ত ছিলেন এবং প্রত্যেকটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন।

সকল অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এই আয়োজন শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ, গণআন্দোলন ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে জানার একটি বাস্তবমুখী উদ্যোগ।

এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য আয়োজকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমনিরহাট জেলার প্রতিটি মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow