নেছারাবাদে প্রতারণার মাধ্যমে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়া যুবক আটক

পিরোজপুরের নেছারাবাদে বিকাশে লেনদেনের ছলচাতুরির মাধ্যমে টাকা ও মোবাইল চুরির অভিযোগে মাহমুদুর রহমান মিরাজ (২৮) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়। মিরাজ সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরছাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমান বাবুলের ছেলে। বাবুল মিয়াকে এলাকায় ‘কথিত ধনকুবের’ হিসেবে চেনেন স্থানীয়রা।
ভুক্তভোগী দোকান মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “দুদিন আগে এক যুবক এসে আমাকে একটি মোবাইল নম্বরে সতেরো হাজার টাকা বিকাশে পাঠাতে বলে। আমি টাকা পাঠানোর পর দোকানে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে সে আমার একটি মোবাইল ফোন ও দোকানের ক্যাশে থাকা নগদ টাকাও নিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আজ সকালে শহীদ স্মৃতি কলেজ রোডে তাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেছি।”
আটক হওয়ার পর মিরাজ সাংবাদিকদের জানান, “আমি কিছু সমস্যায় ছিলাম। বাধ্য হয়ে টাকা ও মোবাইল নিয়েছি।”
তার বাবা মিজানুর রহমান বাবুলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যার টাকা নিয়েছে, সে ধরে ব্যবস্থা নিক। আমি এর দায়ভার নিচ্ছি না।”
এ ঘটনায় স্থানীয়রা ন্যায্য বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?






