গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, রণক্ষেত্র পৌরপার্ক — জেলায় ১৪৪ ধারা জারি

সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেই ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মোড়ে তাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইট-পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হওয়া এ হামলায় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পৌরপার্ক এলাকা।
সাম্প্রতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলায় ১৪৪ ধারা জারি করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলছে। পুলিশ হামলাকারীদের ঠেকাতে চেষ্টা চালালেও তীব্র প্রতিরোধের মুখে মাঝেমধ্যে তাদেরও পিছু হটতে হচ্ছে।
ঘটনার শুরুতেই সেনাবাহিনীর একটি দল গিয়ে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ডিসি অফিসের দিকে চলে যেতে দেখা যায়। প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর আরেকটি দল আবার ঘটনাস্থলে এসে অবস্থান নেয় এবং হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নেয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। তবুও হামলা থামছে না। ইতিমধ্যে অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
What's Your Reaction?






