জয়পুরহাটে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Oct 30, 2025 - 17:07
 0  6
জয়পুরহাটে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। 

আক্কেলপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করা হয়। 

বৃহস্পতিবার বেলা ১১টার সময় পৌর সদরের ঐতিহাসিক হযরত শাহ মাখদুম (রহমতুল্লাহর)  ঈদগাহের মসজিদ প্রাংগনে একটি নারিকেল চারা ও একটি আম গাছের চারা রোপন ও দোয়ার মাধ্যমে বৃক্ষ রোপন  কর্মসূচির শুভ সুচনা করা হয়। 

পরবর্তীতে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নারিকেল ও একটি আম গাছের চারা রোপন, সোনামুখি উচ্চ বিদ্যালয়ে নারিকেল ও একটি আম গাছের চারা রোপন, আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নারিকেল ও  আম গাছের চারা রোপন করা হয়েছে।  

বৃক্ষরোপন কর্মসুচিতে অংশগ্রহণ করেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান,সোনামুখি ইউনিয়নের ইউপি সদস্য মজনু মেম্বার, আক্কেলপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল হোসেন, থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি লিটন হোসেন,যুবনেতা আরিফুর রহমান রাসেল, শ্রমিক নেতা জয়নাল হোসেন,যুবনেতা রবিন হোসেন,শিবলু হোসেন,আজাদ হোসেন,সেতু হোসেন, শিপন হোসেন,দুলাল হোসেন, সবুজ হোসেন,মোহন হোসেন,পৌর ছাত্র দলের সদস্য রয়েল শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।  এছাড়াও স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।  

সাবেক ছাত্রনেতা রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার বলেন, গাছ একটি প্রাকৃতিক সম্পদ,গাছ আমাদের কে অক্সিজেন দেয়,পরিবেশ রক্ষায় বেশী বেশি গাছ লাগানো দরকার। 

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।"

তিনি আরও বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে।”  বৃক্ষ রোপনের আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow