ফরিদপুরের ভাঙ্গায় বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 19, 2025 - 20:09
 0  1
ফরিদপুরের ভাঙ্গায় বেগম রোকেয়া স্মরণে আলোচনা সভা

ফরিদপুরের ভাঙ্গায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাঙ্গা কোর্টপাড়ার ওরিয়েন্ট লাইব্রেরিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ভাঙ্গা শাখার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জোন ইনচার্জ মাহমুদা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালি, ভাঙ্গা কে এম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিপ্লব কুমার মিত্র, সিপিবি ভাঙ্গা উপজেলা কমিটির সদস্য সুভাষ মণ্ডল, নারী সংগঠক স্বপ্না বালা এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক সজল বাড়ৈ। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক মিফতি ইসলাম।

বক্তারা বলেন, আজ থেকে শত বছর আগে বেগম রোকেয়া যে শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক ও পথনির্দেশক। প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়ে সে সময়ের গৃহবন্দী ও পিছিয়ে পড়া নারীদের আধুনিক সমাজের মূলধারায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। নারী ও পুরুষকে তিনি সমাজের ‘একই গাড়ির দুই চাকা’র সঙ্গে তুলনা করে বলেছিলেন—একটি চাকা বড় আর অন্যটি ছোট হলে সমাজ এগোতে পারে না। এ কারণেই নারী-পুরুষের সমানাধিকারের প্রশ্ন সামনে আসে।

নেতৃবৃন্দ আরও বলেন, নারীরা কেবল গৃহে আবদ্ধ থাকার জন্য জন্ম নেয়নি। সুযোগ পেলে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ব্যাংক, বিমা, অফিস-আদালত এমনকি মহাকাশ পর্যন্ত নারীর বিচরণ সম্ভব। আজ নারীরা যে পিছিয়ে রয়েছে, তার মূল কারণ তাদের পরিকল্পিতভাবে পিছনে রাখা হয়েছে। সেই সব প্রতিবন্ধকতা ভেঙে সামনে এগিয়ে আসতে হবে।

বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেক নারী শিক্ষিত ও কর্মক্ষেত্রে এগিয়ে এলেও চিন্তা ও মননে এখনো পুরুষতান্ত্রিক মানসিকতা বিদ্যমান। এর ফলে উচ্চশিক্ষিত নারীরাও বৈষম্য, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে নারী-পুরুষকে সমান তালে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow