শিবালয়ে কৃষকে গালিগালাজ করে অফিস থেকে বের করে দিলেন কৃষি কর্মকর্তা

শামীম মিয়া, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
Apr 3, 2024 - 00:50
 0  7
শিবালয়ে কৃষকে গালিগালাজ করে অফিস থেকে বের করে দিলেন কৃষি কর্মকর্তা

পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধান। তাই এর প্রতিকারে পরামর্শ নিতে কৃষক ফজলুর রহমান (৬৫) একগুচ্ছ ধান নিয়ে উপস্থিত হন উপজেলা কৃষি অফিসে। কিন্তু তার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া তো দূরের থাক উল্টো তাকে গালিগালাজ করে অফিস থেকে বের করে দিয়েছেন কর্মকর্তারা। ঘটনার খবর সংগ্রহে গেলে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা।

ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান জানান, এ বছর ৬০ শতাংশ জমিতে বোরো ধান আবাদ করেছেন তিনি। কিন্তু কিছু দিন ধরে পোকার আক্রমণে তার কচি ধান মরে যাচ্ছে। এতে খুবই দুঃশ্চিন্তায় পড়ে যান তিনি।

 এ সকল সমস্যার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষি ও কৃষকদের সুবিধা-অসুবিধা দেখার কথা থাকলেও তারা যান না। তাই সকালে বাধ্য হয়ে একগুচ্ছ ধান নিয়ে উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যান তিনি।

এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সুজনকে বিষয়টি জানান। তাকে ধানগুলো ছবি তুলে রাখার কথা বলেন। পরে জেলার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালকের মোবাইল নম্বর চাইলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। এক পর্যায়ে গালমন্দ করে 
এক পর্যায়ে অফিস থেকে বের করে দেন ঐ কৃষকে।

তারা ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে পুনরায় কৃষি অফিসে যান। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারের কক্ষে গিয়ে সাংবাদিকরা কৃষকের অভিযোগের বিষয়টি জানান। এসময় তিনি তাদের ওপরও চড়াও হন এবং অসৈজন্যমূলক আচরণ করেন।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃবেলাল হোসেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিআহ নূর আহমেদ জানান, কৃষি অফিসের দায়িত্বই হচ্ছে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করা। সেখানে কৃষকের অভিযোগের প্রতিকার না করে অফিসের বাইরে বের করে দেওয়ার ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow