খোকসায় জমিজমা বিরোধে মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পিয়াজ চাষের জমি নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
ইসরাইল মোল্লা অভিযোগ করে বলেন, “পিয়াজ লাগানোর জমিকে কেন্দ্র করে ঘটনার শুরু। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি একই সমাজের লোক হওয়া সত্ত্বেও আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।” তিনি আরও জানান, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
অপরপক্ষের লাহরী খান বলেন, “সংঘর্ষে আমাদের পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়ভাবে আলোচনা চলছে বলে জানান এলাকাবাসী। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ