বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গাজীপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবির পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
What's Your Reaction?






