মেঘনায় কোস্টগার্ডের ওপর হামলা: সাড়ে ১০ কোটির জালসহ আটক ৩৩ জেলে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ.
Jul 22, 2025 - 17:45
 0  4
মেঘনায় কোস্টগার্ডের ওপর হামলা: সাড়ে ১০ কোটির জালসহ আটক ৩৩ জেলে

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান রূপ নেয় সহিংস সংঘাতে। মাছ ধরার দুটি বোট ও বিপুল পরিমাণ জাল আটকের পর অপর একটি বোটকে ধাওয়া করলে জেলেরা অতর্কিত হামলা চালায় কোস্টগার্ডের ওপর। এই ঘটনায় এক কোস্টগার্ড সদস্যসহ দুজন আহত হলেও শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের অবৈধ জালসহ ৩৩ জেলেকে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন নীল বয়া এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

কোস্টগার্ড জানায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়। একই সাথে বোট দুটি জব্দ করা হয়।

অভিযানের এক পর্যায়ে অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা কোস্টগার্ডের আভিযানিক দলের ওপর হামলা করে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিসহ থানায় সোপর্দ করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow