বন্দরে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
Aug 26, 2025 - 21:58
 0  1
বন্দরে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুস সামাদ (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

পুলিশ জানায়, বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলহর এলাকার বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সামাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নোহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় বসবাস করছিলেন।

অভিযানকালে তার কাছ থেকে ০৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ তালিকাভুক্ত করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow