জাতীয় গ্রিডে সমস্যা: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুরঃ
Jul 22, 2025 - 14:47
 0  7
জাতীয় গ্রিডে সমস্যা: বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে সমস্যার কারণে সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার সৃষ্টি হলে কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। ফলে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে পুরো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।

ইউনিট ভিত্তিক পরিস্থিতি:

সকালে ৩২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধের আগে এটি থেকে ১৮০-২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।

সন্ধ্যার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট বন্ধ হয়। এটি থেকে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

প্রধান প্রকৌশলী আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং কেন্দ্রের অন্তত একটি ইউনিট দ্রুত চালু করতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow