মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।
ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি রায়হান জামিল
ফরিদপুর-৪ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।
শনিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্ধারিত ফরমে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি রায়হান জামিল বলেন, আমি নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি এবং বর্তমান আইনি কাঠামোর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ফরিদপুর-৪ আসনের টেকসই উন্নয়নই তার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য।
এদিকে স্থানীয়ভাবে মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরেই সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগে তিনি ব্যাপক জনসাড়া ফেলেন। এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে অসহায় মানুষের ঘরে ঘরে এক বস্তা করে চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও এলাকায় বিশেষভাবে আলোচিত হয়।
আগামীর রাজনৈতিক পথচলায় ফরিদপুর-৪ আসনবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এই সমাজসেবক।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ