হাদি হত্যাকাণ্ড একটি আদর্শকে থামানোর অপচেষ্টা - ঢাবি ভিসি

অনলাইন ডেস্কঃ
Dec 20, 2025 - 19:23
 0  4
হাদি হত্যাকাণ্ড একটি আদর্শকে থামানোর অপচেষ্টা - ঢাবি ভিসি
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি আদর্শকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পিত অপচেষ্টা-এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, “শরিফ ওসমান হাদি কোনো একক ব্যক্তির নাম নয়; তিনি একটি আদর্শের প্রতীক। এই আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। কোনো হত্যাকাণ্ড দিয়ে এই আদর্শকে থামিয়ে দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়। এটি ন্যায়, স্বাধীনতা ও আত্মমর্যাদার পক্ষে দাঁড়ানো একটি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা।”

হাদি হত্যার ঘটনায় দেশজুড়ে যে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা ন্যায়বিচারের দাবিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “সারা দেশের মানুষ এই নির্মম হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ বিচার দেখতে চায়।”

ড. নিয়াজ আহমেদ খান জোর দিয়ে বলেন, “আমরাও দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এর চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow