হাদির প্রতি নীরব শ্রদ্ধা: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে এক মিনিটের নিরবতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় নীরবতা পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলার উদ্বোধনী পর্বে এক মিনিটের নিরবতা পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। হাদির মৃত্যুতে মিলন মেলার শোভাযাত্রা অনুষ্ঠানও বাতিল করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি জহিরুল হক খোকন, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন।
বক্তারা হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর অবদান স্মরণ করেন। তাঁরা বলেন, ন্যায় ও প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে ওসমান হাদি সমাজে যে ভূমিকা রেখে গেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে এসএসসি ৯৫ ব্যাচের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেন। নীরবতা পালন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
What's Your Reaction?
জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ