অপহরণের ১৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Dec 13, 2025 - 17:10
 0  4
অপহরণের ১৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

মাদারীপুরের কালকিনিতে অপহরণের ১৪ দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার এবং লক্ষণ মধুর ছেলে নয়ন মধু। শুক্রবার দুপুরে কালকিনি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছর বয়সী কন্যাকে গত ২৮ নভেম্বর কালীগঞ্জ বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কালকিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

মামলার তদন্তে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে ঢাকার সাভার থানার এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। অভিযানের সময় মামলার প্রধান আসামি সুব্রত হালদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেন জানান, উদ্ধারকৃত কিশোরীকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow