মাদারীপুরের কালকিনিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Nov 16, 2025 - 19:48
 0  9
মাদারীপুরের কালকিনিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রোববার (১৬ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হঠাৎ করে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করায় ঢাকা-বরিশালগামী সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আলো ফোটার আগেই কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এবং কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এনায়েত হোসেন হাওদারের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়। পরে তারা মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় মহাসড়ক থেকে গাছ ও প্রতিবন্ধকতা সরিয়ে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow