মাদারীপুরের কালকিনিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রোববার (১৬ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হঠাৎ করে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করায় ঢাকা-বরিশালগামী সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আলো ফোটার আগেই কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এবং কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এনায়েত হোসেন হাওদারের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়। পরে তারা মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় মহাসড়ক থেকে গাছ ও প্রতিবন্ধকতা সরিয়ে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
What's Your Reaction?
আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ