আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 16, 2025 - 18:36
Nov 16, 2025 - 18:43
 0  11
আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া মণ্ডল বাড়িতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

এসময় ইউএনও রাসেল ইকবাল ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২০,০০০ টাকা এবং ১২টি শীতবস্ত্র হাতে তুলে দেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ইউএনও বলেন,অগ্নিকাণ্ডটি অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা ও শীতবস্ত্র দেওয়া হলো। এছাড়া খুব দ্রুত সময়ের মধ্যেই ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত উপস্থিত ছিলেন।

এর আগে সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে চারটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow