আলফাডাঙ্গায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর থমথমে পরিস্থিতি: পুলিশের পাহারায় আসামিপক্ষের মালামাল সরানো
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার (৪৮) হত্যাকাণ্ডের জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন আসামিপক্ষের স্বজনরা। এই পরিস্থিতিতে পুলিশের সরাসরি পাহারায় তারা নিজেদের বসতঘর থেকে মূল্যবান মালামাল নিরাপদ স্থানে স্থানান্তর করছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর ও ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় যে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে, তা থেকে সম্ভাব্য সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগাম সতর্কতা হিসেবে আসামিপক্ষের পরিবারগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। তারা পিকআপ ভ্যান ও অটোভ্যানের মাধ্যমে আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় পুলিশের অতিরিক্ত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
আসামিপক্ষের স্বজন সর্জিনা বেগম বলেন, এলাকায় পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে উঠেছে। জানমালের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই পুলিশের উপস্থিতিতেই মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি।
বাদীপক্ষের নিহতের আপন চাচাতো ভাই আরজান সরদার অভিযোগ করে বলেন, গভীর রাতে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে একজনকে হত্যা এবং আরেকজনকে গুরুতর আহত করা হয়েছে। এরপর আমাদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আমরা আইন নিজের হাতে তুলে নিইনি। এখন তারাই পুলিশের পাহারায় নিরাপদে মালামাল সরিয়ে নিচ্ছে।
ঘটনাস্থলে দায়িত্বরত আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তাজনিত কারণে কিছু পরিবার স্বেচ্ছায় তাদের মালামাল সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতে আলফাডাঙ্গা উপজেলার নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সাইফুল সর্দার নিহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ