ঘোড়াঘাটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১০ মামলা

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুরঃ
Jul 24, 2025 - 09:45
 0  3
ঘোড়াঘাটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১০ মামলা

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটপাড়া এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ অভিযান চলে। অভিযানে দায়ের করা হয় ১০টি মামলা এবং আদায় হয় ৪৮ হাজার টাকা জরিমানা।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট সেনাক্যাম্প ও ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের যৌথ প্রতিনিধি মেজর মো. আব্দুল আহাদ ও ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন। সঙ্গে ছিলেন দিনাজপুর ট্রাফিক বিভাগের টি.এস.আই আবুল কালাম আজাদ।

চেকপোস্টে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ফিটনেস, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটের ব্যবহার যাচাই করা হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, রেজিস্ট্রেশনবিহীন যান ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।

ঘোড়াঘাট সেনাক্যাম্পের কমান্ডার মেজর মো. আব্দুল আহাদ বলেন, “এই অভিযান শুধু আইন প্রয়োগের জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow