মানসম্মত শিক্ষা ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আলফাডাঙ্গায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা

মানসম্মত শিক্ষা ও এসএসসি/সমমান পরীক্ষার
কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ফরিদপুরের আলফাডাঙ্গায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বানা ইউনিয়নের সড়ারকান্দি পরানপাড়া দাখিল মাদরাসায় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ভালো ফলাফল অর্জনে অভিভাবক ও শিক্ষকের ভূমিকার পাশাপাশি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে মতামত পেশ করা হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় না ঘটলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, মাদ্রাসায় শিক্ষার্থী নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। তাই তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিয়মিত লেখাপড়া তদারকি করা, উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সাথে শিক্ষকদের যোগাযোগ শিক্ষার্থীদের জন্য আলোকিত ভবিষ্যৎ তৈরির নির্দেশক। অভিভাবক ও শিক্ষকের উদ্দেশ্যে তিনি বলেন, সকলেই আরো বেশী সচেতন এবং শিক্ষার্থীদের বিষয়ে যত্নবান হওয়া প্রয়োজন।
সড়ারকান্দি পরাণ পাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাহবুবুর রহমান লাবলু মিয়ার সঞ্চালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন,সহকারী কমিশনার (ভূমি)কে এম রায়হানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার
আশরাফুর রহমান প্রমুখ।
What's Your Reaction?






