ভবেশ চন্দ্র গণ পাঠ নিকেতনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নড়াইল জেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেশ চন্দ্র গণ পাঠ নিকেতনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকালে পাঠাগার প্রাঙ্গণে এক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিতা বিশ্বাস, যিনি পদাধিকার বলে পাঠাগারটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঠাগারের পদাধিকার বলে সহ-সভাপতি সফুরা খাতুন বেলি, সহ-সভাপতি মো. জিন্নাহ শিকদার, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সোহাগ, যুগ্ম সম্পাদক বাবর আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা তামিম, কার্যনির্বাহী সদস্য ইকরাম মোল্লা, জিল্লুর রহমান, জামান মোল্লা, মঞ্জু মোল্লা টিক্কা, হাদিউজ্জামান মিলটনু, রাসেল মোল্লা ও হাবিবুল্লাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউএনও সনজিতা বিশ্বাস বলেন, “নতুন কমিটির ওপর অনেক দায়িত্ব বর্তায়। পাঠাগারটিকে একটি আধুনিক ও ডিজিটাল পাঠাগার হিসেবে গড়ে তোলার জন্য আমি আশাবাদী। তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
What's Your Reaction?






