ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে বিএনপি নেতা নাসিম আকন
ঝালকাঠির রাজাপুরে শনিবার (২৫ অক্টোবর) সকালে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসিম আকন। দলীয় কাজে যাওয়ার পথে মোটরসাইকেল যোগে থাকা অবস্থায় একটি দ্রুতগতির পরিবহনের ধাক্কায় তার এই মর্মান্তিক পরিণতি ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত নাসিম আকনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকায় পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আলহাজ্ব নাসিম আকন দীর্ঘ ১৬ বছর ধরে রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন লড়াকু ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিকূলতার মাঝেও তিনি ছিলেন দলের একনিষ্ঠ কর্মী। যদিও সম্প্রতি সাময়িক বিতর্কের জেরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তবুও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এবং শেষ দিন পর্যন্ত দলের জন্য সক্রিয়ভাবে কাজ করে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির কর্ণধার মোঃ রফিকুল ইসলাম জামাল, যুক্তরাষ্ট্র দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা এবং ঝালকাঠি জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা বাদ আসর বরিশালে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসায় এবং তৃতীয় ও শেষ জানাজা রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করা হবে।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ,স্টাফ রিপোর্টারঃ