পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 25, 2025 - 16:15
 0  3
পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

তাহসিন শিক্ষা পরিবার, পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “তাহ্সিনুল উলুম হিফ্জ মাদ্রাসা”র সবক প্রদান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন ২০২৫

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, পিরোজপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহসিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও মিশন ইন্টারন্যাশনাল কলেজ, আদাবর, মোহাম্মদপুর, ঢাকার প্রফেসর মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল আউয়াল, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. আব্দুল্লাহিল মাহমুদ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল মডেল ইনস্টিটিউট টিচার্স গার্ডেন, ঢাকার চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ইলিয়াস মিয়া এবং সাবেক সেনা কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও মনিরামপুর, যশোরের জামেয়া এমদাদিয়া মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুজিবুর রহমান।শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইদ্রিস আহমাদ।সবক প্রদান করেন হাফেজ মাওলানা শামসুল হক।

শেষ সবক পাঠের মাধ্যমে তিনজন শিক্ষার্থীকে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়। তারা হলেন— হাফেজ মোঃ সাব্বির আহম্মেদ, হাফেজ আব্দুল্লাহ আল হাসিব ও হাফেজ মোঃ রাইয়ান জামিল।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন হাফেজদের অভিনন্দন জানান এবং ইসলামী শিক্ষার প্রচার-প্রসারে তাহসিন শিক্ষা পরিবারের ভূমিকার প্রশংসা করেন।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ নোমান মাহমুদ ও মোঃ আশরাফুল আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow