খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বেরোবি ছাত্রদলের দোয়া মাহফিল

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jan 2, 2026 - 23:47
 0  3
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বেরোবি ছাত্রদলের দোয়া মাহফিল

সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।

‎শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি শাখা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

‎এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আপসহীন দেশনেত্রী, সাবেক ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য  শিক্ষার্থী ও কর্মচারী - কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

‎তিনি বলেন, দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আজীবন আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমরা। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচল প্রতীক, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি ও তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি, আমীন।

‎বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দুঃখ–কষ্ট, নির্যাতন ও অবহেলা সহ্য করে দেশের মাটি ও মানুষের জন্য অবিচল থেকেছেন। কোমল হৃদয়ের এই মমতাময়ী মা দেশকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন নিঃস্বার্থ ভালোবাসায়। এ দেশের মাটি ও মানুষই ছিল তাঁর একমাত্র স্বজন, একমাত্র আশ্রয়। এ কারণেই বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে শেষ বিদায় জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‎বিগত হাসিনা আমলে খালেদাকে মৃত্যুর মুখে ঠেলার চেষ্টা করা হয়েছে দাবি করে ইয়ামিন বলেন, ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা জেল–জুলুম ও অমানবিক নির্যাতনের মাধ্যমে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও তাঁর দেশপ্রেম, সততা ও নৈতিকতা থেকে একচুলও বিচ্যুত করতে পারেনি। অসংখ্য বাধা ও নিপীড়নের মাঝেও তিনি ছিলেন দৃঢ়, আপসহীন এবং আদর্শে অটল। তাঁর সততা, দেশপ্রেম ও নৈতিকতাকেই পাথেয় করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow