পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নাজিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 26, 2025 - 14:52
 0  5
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নাজিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে নাজিরপুর উপজেলা  পরিষদের গেটের সামনে রাস্তায় পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ    ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল আমিন খান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও ইসরাফিল হাওলাদার প্রমূখ। 

এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow