মিয়ানমারে পাচারকালে লবণসহ পণ্যবোঝাই ট্রলার ও ট্রাক জব্দ

কক্সবাজারের মহেশখালী থেকে সমুদ্রপথে মিয়ানমারে লবণসহ বিভিন্ন দেশীয় পণ্য পাচারের একটি বড় প্রচেষ্টা রুখে দিয়েছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা একটি লবণবাহী ট্রলার ও একটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়।
মহেশখালী থানা পুলিশের তত্ত্বাবধানে মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে বিভিন্ন পণ্য ট্রলারে বোঝাই করা হচ্ছিল।" অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রলার ও ট্রাকসহ বিপুল পরিমাণ লবণ এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত ট্রলারটির মালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর নামের এক ব্যক্তি। তবে এই পাচারচক্রের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসআই সুমিত বড়ুয়া আরও বলেন, "এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"
এদিকে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, মহেশখালীর ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ির বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারে নিয়মিত লবণসহ বাংলাদেশি পণ্য পাচার করে আসছে। তাদের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের অভাবে পাচারকারীরা দিন দিন আরও দুঃসাহসী হয়ে উঠছে। তারা শুধু বাহন জব্দ করাই নয়, এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






