বান্দরবানের থানচিতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 24, 2025 - 18:12
 0  35
বান্দরবানের থানচিতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বলি পাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন, এলজিইডি প্রকৌশলী আবু হানিফ এবং বিএনকেএস'র প্রকল্প সমন্বয়ক পেসল চাকমা।

সভায় বক্তারা উপজেলার মানুষের পুষ্টিগত সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং অপুষ্টিজনিত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল তার বক্তব্যে বলেন, "শিশুদের পুষ্টি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও কাজ করে যাচ্ছে।" তিনি পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, "অপুষ্টি দূর করতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"

কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, "কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে যাতে তারা পুষ্টিকর ফসল উৎপাদনে আরও মনোযোগী হন।"

বিএনকেএস'র প্রকল্প সমন্বয়ক পেসল চাকমা জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তারা এই অঞ্চলে পুষ্টি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সমন্বয় সভার মাধ্যমে থানচি উপজেলায় পুষ্টি কার্যক্রম আরও গতিশীল হবে এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow