এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত '৩৬ জুলাই মঞ্চের' সামনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা এই হামলার জন্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেন। তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তাদের মতে, নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।
বক্তারা বলেন, "বিগত সতেরো বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। এখন তারা দেশ-বিদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।" তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের মধ্যে প্রধান যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন, যুগ্ম সমন্বয়ক সাইফ খান, যুগ্ম সমন্বয়ক ডাক্তার বায়েজিদ হোসেন শাহেদ, জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত, এস এম আকাশ, শেখ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও মধুখালী উপজেলার প্রধান যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু, ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ আশরাফ, এবং নগরকান্দা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও এই বিক্ষোভে অংশ নেন।
What's Your Reaction?






