কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
Sep 22, 2025 - 16:44
 0  3

গাইবান্ধা জেলা কারাগারে মারা গেছেন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক মুন্না হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল, যা ইসিজি রিপোর্টেও নিশ্চিত হয়েছে।

মুন্না চেয়ারম্যানের এই আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবার এবং কারা কর্তৃপক্ষের বক্তব্য সম্পূর্ণ বিপরীত।

মুন্নার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। তার ছেলে সৌমিক অভিযোগ করে বলেন, "বাবা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবুও তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। কারাগারে অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।" পরিবারের আরও অভিযোগ, কারাগারে তাদের দেখা করতে দেওয়া হয়নি এবং সেখানে নির্যাতন চালানো হয়েছে।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী মুন্নাকে গ্রেপ্তার করে। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও, জেলগেট থেকে বের হওয়ার পূর্বেই অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

অন্যদিকে, কারা কর্তৃপক্ষ এই মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করছে। গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, আবু বক্কর সিদ্দিক মুন্না আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। কারাগারে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালে মরদেহ পর্যবেক্ষণ করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবু বক্কর সিদ্দিক মুন্না কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার এই মৃত্যু রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow