ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস খাদে

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাশতলা পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা রাস্তায় হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






