আদিবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা প্রকৌশলী আমিনুর ইসলাম

আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Nov 3, 2025 - 12:34
 0  7
আদিবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা প্রকৌশলী আমিনুর ইসলাম

জয়পুরহাটের আক্কেলপুরে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী পুরুষ ও নারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং তাঁদের পরিবার-পরিজনের খোঁজখবর নেন। এ সময় তিনি আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রকৌশলী আমিনুর ইসলাম বলেন,
“বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, জমির মালিকানা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্যের বিষয়গুলো নিরসনে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow