ফরিদপুরে হাঁস-মুরগি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের স্ত্রীর বঁটির কোপে বড় ভাই খুন
উপজেলায় হাঁস-মুরগি নিয়ে সৃষ্ট তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইয়ের স্ত্রীর বঁটির কোপে বড় ভাই টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টুকু মোল্লা ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টুকু মোল্লার ছোট চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সিমা বেগম (২৫)-এর সঙ্গে বাড়ির হাঁস-মুরগি নিয়ে প্রথমে নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি পরিবারের পুরুষ সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সময় বিষয়টি নিয়ে কথা বলতে গেলে টুকু মোল্লার সঙ্গে সিমা বেগমের বাগবিতণ্ডা শুরু হয়।
তর্কাতর্কির একপর্যায়ে উত্তেজিত হয়ে সিমা বেগম হাতের কাছে থাকা ধারালো বঁটি দিয়ে টুকু মোল্লার বুকের বাম পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হয়ে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহ ও হাঁস-মুরগি নিয়ে ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ