সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অকালপ্রয়াত এই শিক্ষকের প্রতি সহকর্মী ও গুণগ্রাহীদের শ্রদ্ধাঞ্জলি এবং শোকাবহ পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
শনিবার (১ নভেম্বর) বাদ আসর সালথা উপজেলা মডেল মসজিদে মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) গত ১৯ অক্টোবর (রবিবার) সকালে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা দুই শিক্ষার্থীসহ আরও কয়েকজন আহত হন।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। শিক্ষক সমাজে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। তাঁর অকাল প্রয়াণে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্মরণসভায় বক্তারা বলেন, ইব্রাহিম শেখ ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক; তাঁর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম।
মোনাজাতের সময় শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিদের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই শিক্ষক ইব্রাহিম শেখের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ