সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতার পদত্যাগ
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা হলেন সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্ল্যা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. লিটন মোল্ল্যা বলেন, আমি কোনো প্রকার চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বেচ্ছায় ও সজ্ঞানে আমার পদ থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শহীদ জিয়া’র নীতি ও আদর্শকে ধারণ করে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সঙ্গে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা পান্নু মিয়া, খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্ল্যা, মাসুদ মোল্ল্যাসহ সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ