সিএমপি'র পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
May 3, 2025 - 16:44
 0  3
সিএমপি'র পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে চেক জালিয়াতি ও অর্থঋণ সংক্রান্ত মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রুবেল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা মামলা নম্বর ৯৭৩/০৬ এবং সিআর মামলা নম্বর ৮৬৯/০৫-এর আসামি এনামুল হককে গ্রেফতার করেন। এনামুল হক এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।

অপরদিকে, কোতোয়ালী থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই সাকিল ও এএসআই মাহবুব হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে অর্থঋণ জারি মামলা নম্বর ১১০৩/২৩-এর আসামি মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি ছয় মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow