মুকসুদপুর কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
Oct 31, 2025 - 15:14
 0  4
মুকসুদপুর কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে সম্প্রতি কিছু অনলাইন মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ পদোন্নতি পেয়ে ভোলা জেলার খামারবাড়িতে অতিরিক্ত উপ-পরিচালক পদে পদায়ন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তাঁর মুকসুদপুর অফিসে শেষ কর্মদিবস। এরই মধ্যে একটি কুচক্রী মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল ও বিকৃত তথ্য সরবরাহ করে মিথ্যা অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশ করিয়েছে।

এ বিষয়ে বাহাউদ্দিন সেখ বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংবাদ প্রকাশের আগে দয়া করে তথ্যের সত্যতা যাচাই করুন। যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করলে নিরপরাধ মানুষের মান-সম্মান ক্ষুণ্ন হয়।”

মুকসুদপুর কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা জানান, বাহাউদ্দিন সেখ একজন সৎ, দক্ষ ও আন্তরিক কর্মকর্তা। তাঁকে নিয়ে কখনও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। তাঁরা আরও বলেন, “স্যার পদোন্নতি পাওয়ার পরপরই একটি গোষ্ঠী তাঁর জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে ভুয়া তথ্য প্রচার করছে। আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

স্থানীয় কৃষক ও সহকর্মীদের মতে, বাহাউদ্দিন সেখের দায়িত্বকালীন সময়ে মুকসুদপুরে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার গভীর দুঃখজনক ও অনভিপ্রেত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow