আগৈলঝাড়ায় নবনিযুক্ত ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Dec 15, 2025 - 12:47
 0  1
আগৈলঝাড়ায় নবনিযুক্ত ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

বরিশালের আগৈলঝাড়া থানার নবনিযুক্ত অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় আগৈলঝাড়া থানা প্রাঙ্গণে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত ওসি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং থানার দায়িত্ব পালনে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আগৈলঝাড়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদকদ্রব্য, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, আগৈলঝাড়ার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব সবসময় ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহামুদ, সাধারণ সম্পাদক মো. রাছেল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. সাজ্জাদ হাওলাদার, সহ-সভাপতি মো. ফারুক আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক এমদাদুল হক জুয়েল, নির্বাহী সদস্য মো. বেল্লাল ফকির, সদস্য কাজী মনিরুজ্জামান ও সদস্য মো. সোহেল সরদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শেষে নবনিযুক্ত ওসি মোহাম্মদ মাসুদ খান আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow