গৃহবধূকে পিটিয়ে জখম ও মুখে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Jan 11, 2026 - 14:23
 0  8
গৃহবধূকে পিটিয়ে জখম ও মুখে আগুন দেয়ার চেষ্টার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে পরকীয়ায় বাধা দেয়া এবং যৌতুকের দাবিতে রুমা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে তাকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

রবিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও স্বামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার। এর আগে আহত অবস্থায় ওই গৃহবধূকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পৌর এলাকার চর পাঙ্গাশিয়া গ্রামের এসকান্দার বালীর মেয়ে রুমা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের আজগর হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারের। বিয়ের কিছুদিন পর থেকেই মাসুদ তার স্ত্রীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু রুমার পরিবার নিম্নবিত্ত হওয়ায় সেই টাকা দিতে ব্যর্থ হলে তার ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন।

অভিযোগে আরও জানা যায়, স্বামী মাসুদ হাওলাদার গোপনে নিজ বাড়ির এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রী রুমা বাধা দিলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সম্প্রতি এর জের ধরেই মাসুদ গাছের গুড়ি দিয়ে পিটিয়ে রুমার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে রুমা বাঁচার জন্য চিৎকার করলে পাষণ্ড স্বামী তার মুখমণ্ডলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমা আক্তারের মামা সরোয়ার হোসেন বলেন, "পরকীয়ায় বাধা দেয়ায় আমার ভাগ্নি রুমার ওপর মাসুদ অমানুষিক নির্যাতন চালিয়েছে। যৌতুকের জন্যও তাকে নিয়মিত চাপ দেয়া হতো। আমরা মাসুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি এবং আইনের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।"

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মাসুদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, "এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow