এ ঋণ শোধ করার নয় - মাহদী হাসান
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালত থেকে তিনি মুক্তি পান। এ সময় আদালত প্রাঙ্গণে অপেক্ষমান নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
কারামুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহদী হাসান বলেন, “সারাদেশের সহযোদ্ধা এবং জুলাই বিপ্লবের ভাইদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দল-মত নির্বিশেষে যারা আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ, আপনাদের এই আস্থার প্রতিদান আমি সম্মানের সঙ্গেই দেব।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদীকে মুক্ত করে এনেছি। সাংবাদিকসহ যারা রাতভর কষ্ট করেছেন এবং আমাদের পাশে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এর আগে, রবিবার সকাল ৮টার দিকে মাহদীকে আদালতে সোপর্দ করা হয়। তার মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
**ঘটনার প্রেক্ষাপট:**
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসানকে নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে আটক করে পুলিশ। এর প্রতিবাদে এবং এনামুলের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে মাহদী হাসানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন।
এ সময় ওসির কক্ষে অবস্থানকালে মাহদী হাসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় তাকে। একপর্যায়ে মাহদীকে বলতে শোনা যায়, “জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি... বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। ওই জায়গা থেকে আপনি কোন সাহসে এ কথা বলেন? আমরা এতগুলা ছেলে কি ভেসে এসেছি?”
ওই ঘটনার পর পুলিশের কাজে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ