নামাজ মানুষকে সৎ ও শৃঙ্খল জীবনযাপনে সহায়তা করে

ধর্ম ডেস্কঃ
Oct 23, 2025 - 12:12
 0  2
নামাজ মানুষকে সৎ ও শৃঙ্খল জীবনযাপনে সহায়তা করে

নামাজ ইসলাম ধর্মের এমন এক ইবাদত, যা মানুষকে অশুভ কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটে নিয়ে যায়। এটি কেবল আত্মিক প্রশান্তির উৎস নয়, বরং দৈনন্দিন জীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিকতার অনুশীলন ঘটায়।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে” (সূরা আনকাবুত, আয়াত: ৪৫)। হাদীসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নামাজ ধর্মের স্তম্ভ; যে নামাজ প্রতিষ্ঠা করে, সে ধর্ম প্রতিষ্ঠা করে।”

বিশেষজ্ঞদের মতে, নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। প্রতিদিন পাঁচবার নামাজ আদায় মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং মানসিক প্রশান্তি এনে দেয়। এটি সমাজে ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও সহায়তা করে।

নামাজের মাধ্যমে মানুষ নিজের জীবনে শৃঙ্খলা ও ধৈর্য অর্জন করে। ফজরের নামাজ একজন মানুষকে কর্মঠ করে তোলে, জোহর ও আসর মনোযোগী রাখে, মাগরিব ও এশা নামাজ অন্তরে প্রশান্তি আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow