ফরিদপুরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
ফরিদপুর শহরের বাইতুল আমান বাজার এলাকায় মেঘলা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাজারের দুইজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে অবস্থিত দিলীপ কুমার রায়ের মালিকানাধীন মেঘলা জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে। ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় বাজারের নিরাপত্তাকর্মী আব্দুর রহিম এবং শেখ ফয়েজ উদ্দিন বাধা দিতে গেলে ডাকাতরা তাদের মাথায় ও ঘাড়ে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে, ডাকাতরা দোকানের কেচিগেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, রুপা ও নগদ প্রায় ৪৫,০০০ টাকা লুটে নেয়।
ঘটনার পর স্থানীয়রা আহত দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে হাসপাতালের ছয়তলা ভবনের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।店মালিক দিলীপ কুমার রায় জানান, ডাকাতরা তার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারের পাশাপাশি নগদ অর্থ নিয়ে গেছে। এই ঘটনায় বাইতুল আমান বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ